ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
দৌলতদিয়ার পদ্মায় জেলের জালে ১৮ কেজির কাতল
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৯-১৮ ১৪:৩৩:০৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এবার ১৮ কেজি ২শ’ গ্রাম ওজনের বিশাল একটি কাতল মাছ ধরা পড়েছে। 
   গতকাল ১৮ই সেপ্টেম্বর ভোর রাতে গুরুদেব হালদার নামে একজন জেলের জালে মাছটি ধরা পড়ে। বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে এলে নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৪শত টাকা কেজি দরে ২৫ হাজার ৪শত টাকায় কিনে নেন। চান্দু মোল্লা জানান, তিনি মাছটি কিছু বেশী দামে বিক্রির জন্য মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। 
   গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মা নদীতে এখন মাঝে-মধ্যেই এ ধরনের বড় মাছ পাওয়া যাবে। তবে ১৮ কেজির বেশী ওজনের কাতল মাছ সাধারণত খুব বেশী ধরা পড়ে না। 

মেলার লটারিতে মোটর সাইকেল পেল মা; কপাল পুড়ল মেয়ের!
দৌলতদিয়া ঘাটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর পথসভা অনুষ্ঠিত
দক্ষিণবাড়ী গ্রামে আনারসের সমর্থকের মাথা ফাটালো প্রতিপক্ষের সমর্থকেরা
সর্বশেষ সংবাদ