গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন মোঃ মোস্তফা মুন্সী ও বিপ্লব ঘোষ।
গতকাল ১৮ই সেপ্টেম্বর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তাদেরকে এই পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদান করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সঞ্চালনায় সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আকবর আলী মর্জি, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, সহ-সভাপতি মহম্মদ আলী চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের অন্যন্যা নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় পূর্ণাঙ্গভাবে মোঃ মোস্তফা মুন্সী ও বিপ্লব ঘোষকে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক লিটন বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুুরুজ্জামান মিয়ার মৃত্যুতে গত এক বছর ধরে এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গেদু’র মৃত্যুতে গত দেড় বছর ধরে পদ ২টি ভারপ্রাপ্ত দিয়ে পরিচালিত হয়ে আসছিল। মোঃ মোস্তফা মুন্সী ভারপ্রাপ্ত সভাপতি ও বিপ্লব ঘোষ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।