রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২১শে নভেম্বর বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুর রহমান শেখের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারগণ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শাখার প্রধান সহকারী ও অফিস সহকারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।