ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৯-২৮ ১৪:১৮:৫৪
পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৮শে সেপ্টেম্বর উপলক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন -মাতৃকন্ঠ।

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৮শে সেপ্টেম্বর “তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার” প্রতিপাদ্য এবং “তথ্য আমার অধিকার, জানতে হবে সবার” স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার সময় র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, পাংশা হাসপাতালের আরএমও ডাঃ তরুন কুমার পাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন, পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার। আলোচনা সভা শেষে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রামানিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ