রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে সদর উপজেলার দাদশী বাজার থেকে ৫০ পিস ইয়াবাসহ সবুজ সরদার (২৩) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০শে সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সবুজ সরদার একই উপজেলার (রাজবাড়ী সদর) বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের চারা বটতলা এলাকার কাশেম সরদারের ছেলে।
ডিবির ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত সবুজ সরদারের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১লা অক্টোবর তাকে আদালতে সোপর্দ করা হয়।