ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
বিদ্যালয়ে জাতীয় পতাকা ওঠে কিন্তু বাজে না জাতীয় সংগীত
  • মোখলেছুর রহমান
  • ২০২১-১০-০৫ ১৪:০৫:১৪

করোনার মহামারী কাটিয়ে দেড় বছর পর দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হলেও বেধে দেয়া হয়েছে বেশ কিছু শর্ত। সেই শর্ত মেনেই চলছে পাঠদান কার্যক্রম।
   প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে চলছে শ্রেণীভিত্তিক সাপ্তাহিক পাঠদান। প্রাথমিক পর্যায়ে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীরা প্রতিদিন আর প্রথম হতে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাসে আসছে। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে ২০২১ ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের সপ্তাহের প্রতিদিন, ৬ষ্ঠ হতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের একদিন এবং অষ্টম হতে নবম শ্রেণীর শিক্ষার্থীদের দুই দিন করে ক্লাসের সময় বেধে দেয়া হয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে নেই সেই চিরচেনা রূপ ও সুন্দর পরিবেশ। শিক্ষার্থীরা স্কুলে এসে সরাসরি চলে যায় শ্রেণী কক্ষে। ক্লাসের আগে যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যে সমাবেশ হতো, আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হতো জাতীয় পতাকা, শিক্ষক-শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে গাওয়া হতো জাতীয় সংগীত-এখন আর তা হচ্ছে না। শুধু জাতীয় পতাকা ওঠে, কিন্তু বাজে না জাতীয় সংগীত। এছাড়াও আগে চলতো শরীরচর্চা, বিদ্যালয়ের আঙ্গিনা পরিস্কার, বিরতির সময়ে খেলাধুলা-এসবও বন্ধ। এখন ক্লাস শুরুর আগে প্রতিষ্ঠানে আয়া বা পিয়ন উত্তোলন করে জাতীয় পতাকা।

 

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ