জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের যশোর সেনানিবাসের কর্তৃক গতকাল ২৪শে জুন সাতক্ষীরার তালা উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
এ সময় তালা উপজেলার ১৮৮ জন গর্ভবতী নারীকে চিকিৎসা সেবার পাশাপাশি তাদের মধ্যে ওষুধ, শুকনা খাবার, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়। ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার কমান্ডারের তত্বাবধানে এই মেডিকেল ক্যাম্পে সামরিক ও বেসামরিক বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম চিকিৎসা সেবা প্রদান করে।
এছাড়াও যশোর সেনানিবাসের পক্ষ থেকে যশোর অঞ্চলের জেলাগুলোতে ত্রাণ বিতরণ, স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চলাচল তদারকি, সাধারণ মানুষকে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন অনুরোধ জানিয়ে মাইকিংয়ের পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
অন্যদিকে আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর ও খুলনার কয়রা উপজেলার উপকূলীয় বেড়ীবাঁধ মেরামতের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নেয়া, পানিবন্দী মানুষের মধ্যে সুপেয় পানি ও ত্রাণ বিতরণ এবং সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী মেরামত করে দেয়া ও সিমেন্ট শীট বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।