করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী পরিস্থিতিতে যশোর সেনানিবাসের সেনা সদস্যদের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রতিদিনই যশোর অঞ্চলের জেলাগুলোতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। নিয়মিত টহল, সচেতনতামূলক মাইকিং, স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চলাচল তদারকি, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, সড়ক ও স্থাপনায় জীবাণুনাশক স্প্রে, হাত ধোয়ার ব্যবস্থাসহ স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন তারা।
এছাড়াও দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ, ফিও মেডিকেল ক্যাম্প পরিচালনা, মুজিববর্ষ উপলক্ষে গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা প্রদান, ওষুধ বিতরণ, আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর ও খুলনার কয়রার উপকূলীয় বেড়ীবাঁধ মেরামতের কাজ এগিয়ে নেয়া, পানিবন্দী মানুষের মধ্যে সুপেয় পানি, জরুরী ত্রাণ ও সিমেন্ট শীট বিতরণ, অসহায় মানুষের ঘরবাড়ী মেরামত করে দেয়াসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।