ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
কালুখালীর মৃগী বাজারে অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি
  • রাকিবুল ইসলাম
  • ২০২১-১১-০৫ ১৪:০৮:৫৯
কালুখালী উপজেলার মৃগী বাজারে গত ৪ঠা নভেম্বর দিবাগত রাত ২টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
  মৃগী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকমল জানান, গত ৪ঠা নভেম্বর দিবাগত রাত ২টার দিকে মৃগী বাজারের স্লুইচ গেট সংলগ্ন মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মনোয়ার আহম্মেদের মার্কেটের নাজমুল ইলেকট্রনিক্স নামক টিভি-ফ্রিজের দোকান, একই মার্কেটের রেজাউল করিমের মুদী দোকান, লোকমান মল্লিকের মার্কেটের ছমির সরদারের পার্টসের দোকান, নজরুল সরদারের চায়ের দোকান ও আনসার আলী মোল্লার মার্কেটের পলাশ হোটেলের মালামাল পুড়ে গিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
  খবর পেয়ে পাংশা ও বালিয়াকান্দি থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে ২ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল ৫ই নভেম্বর বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে ৫হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ