ঢাকা সোমবার, আগস্ট ৪, ২০২৫
পরিবেশ অধিদপ্তরের আয়োজনে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-০২ ১৫:০৭:২৫
পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ে গতকাল ২রা ডিসেম্বর শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে -মাতৃকণ্ঠ।

পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের আয়োজনে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ২রা ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অধিদপ্তরের কার্যালয়ে ফরিদপুর বিসিকের কল-কারখানাগুলোর শ্রমিকদের নিয়ে এই শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

  পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিসিকের উপ-মহাব্যবস্থাপক কাজী শাহীনূর আলম। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন এবং পরিদর্শক মনিরুজ্জামান শেখ। 

আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এখন সবার দায়িত্ব দেশকে বৈষম্যহীনভাবে গড়ে তোলা----জেলা প্রশাসক
রাজবাড়ী শহরে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশে রাজবাড়ীর নেতৃবৃন্দের অংশগ্রহণ
সর্বশেষ সংবাদ