ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার ১ম দিনে ২৬৭৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ॥৮৯জন অনুপস্থিত
  • চঞ্চল সরদার
  • ২০২১-১২-০২ ১৫:০৭:৪৮

সারা দেশে গতকাল ২রা ডিসেম্বর থেকে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

  ১ম দিনের পরীক্ষায় রাজবাড়ী জেলার ২১টি কেন্দ্রে মোট ২ হাজার ৭৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬৭৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৮৯ জন অনুপস্থিত থাকে। 

  এইচএসসি’র ১২টি কেন্দ্রের ৮২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ২৮ জন অনুপস্থিত ছিল। এইচএসসি (ভোকেশনাল) এর ১টি কেন্দ্রে ৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮ জন অংশগ্রহণ করে এবং ১ জন অনুপস্থিত ছিল। এইচএসসি (বি.এম) এর ৫টি কেন্দ্রে ১১৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৩৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ২২ জন অনুপস্থিত থাকে। এইচএসসি(আলিম) এর ৩টি কেন্দ্রে ৬৮০ পরীক্ষার্থীর মধ্যে ৬৪২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৩৮ জন অনুপস্থিত ছিল।

  উল্লেখ্য, এবার করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে ৩টি করে বিষয়ে দেড় ঘন্টা করে (১০টা থেকে সাড়ে ১১টা ও ২টা থেকে সাড়ে ৩টা) পরীক্ষা গ্রহণ করা হবে। 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ