রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের বাড়ীতে গত ১১ই ডিসেম্বর দিনগত রাতে পুলিশ ইন্সপেক্টর মোঃ আহাদ মিয়ার বাড়ীর ঘরের দরজার হ্যাজবোল্ট কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, পুলিশ ইন্সপেক্টর মোঃ আহাদ মিয়া বরিশাল জেলা পুলিশের ট্রাফিক বিভাগে ট্রাফিক ইন্সপেক্টর(টিআই) হিসেবে কর্মরত রয়েছেন। তার আরো দুই ভাই পুলিশ বাহিনীতে ইন্সপেক্টর পদে চাকুরীরত। তারা হলেন- গাজীপুর জেলা পুলিশে কর্মরত ইন্সপেক্টর আনোয়ার হোসেন মিয়া ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) ফরিদপুরের ইন্সপেক্টর অলি মিয়া।
পুলিশ পরিবারে চুরির ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে চুরির আতংক বিরাজ করছে।
ইন্সপেক্টর মোঃ আহাদ মিয়া জানান, তিনি স্ত্রী-সন্তান নিয়ে বরিশালে তার কর্মস্থলে থাকেন। বাড়ীতে তার এক ভাই মামুন মিয়া পরিবার নিয়ে বসবাস করেন। যে কারণে তাদের বাড়ী অনেকটা ফাঁকা থাকে। গতকাল ১২ই ডিসেম্বর সকালে তার ভাই মামুন মিয়া তাকে ফোন করে জানান যে, তার ঘরের দরজার হ্যাজবোল্ট কেটে ভিতরে ঢুকে চোরেরা নগদ ৪৫ হাজার টাকা ও দুইটি স্বর্ণের চেইনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে গেছে।
চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আহাদ মিয়া বলেন, ‘আমরা তিন ভাই পুলিশে চাকুরী করি। আমাদের বাড়ীতেই যদি এভাবে চুরি হয়। তাহলে এলাকার সাধারণ মানুষ কিভাবে স্বস্তিতে থাকবে। এলাকার অনেকেই আমাকে ফোন করে চুরির আতংকের কথা জানিয়েছেন। আমি রাজবাড়ী থানার ওসি সাহেবকে ফোন করে অনুরোধ করেছি আমাদের এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করার জন্য। একইসঙ্গে আমার চুরি হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করার দাবিও জানিয়েছি। ’
আহাদ মিয়ার ভাই মামুন মিয়া বলেন, গত ১১ই ডিসেম্বর রাত সাড়ে ১১ টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। গতকাল ১২ই ডিসেম্বর সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই যে আহাদের ঘরের দরজার হ্যাজবোল্ট কাটা এবং দরজা খোলা। এরপর ঘরে ঢুকে দেখি ওয়্যারড্রপ ও ট্রাংক খোলা এবং ঘরের সবকিছু তছনছ করা। তখন সবকিছু তল্লাশি করে দেখি ওয়্যার ড্রপের ভিতর থেকে নগদ ৪৫ হাজার টাকা এবং ট্রাংকের ভিতর থেকে স্বর্ণের দুইটি চেইনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়া হয়েছে। ধারণা করছি, অজ্ঞাত চোরেরা ১১ই ডিসেম্বর দিনগত রাত সাড়ে ১১টার পর থেকে যে কোন সময় এই চুরির ঘটনা ঘটিয়েছে। একই রাতে আমাদের প্রতিবেশী দরিদ্র কৃষক আকরাম মোল্লার ঘরেও চুরি হয়েছে।
কৃষক আকরাম মোল্লা জানান, গত ১১ই ডিসেম্বর সন্ধ্যায় তারা পরিবারের সবাই গ্রামের একটি বাড়ীতে গাজীর গান শুনতে যান। রাত ১টার দিকে তারা বাড়ী ফিরে দেখেন ঘরের দরজা খোলা। এরপর ভিতরে ঢুকে ঘরের সবকিছু এলোমেলো দেখতে পেয়ে তল্লাশি করে দেখেন চোরেরা নগদ ১২ হাজার টাকা, একটি স্বর্ণের আংটি, একটি রুপার চেইন ও একটি বেসলেট চুরি করে নিয়ে গেছে।
চুরি হওয়া নগদ ১২হাজার টাকা অন্তঃস্বত্ত্বা মেয়ের সিজার করার জন্য জমিয়ে রেখেছিলেন বলে জানান কৃষক আকরাম মোল্লা। তার টাকা ও গহনা উদ্ধারের জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও বসন্তপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার মোঃ মেজবা উদ্দিন বলেন, আমি বাড়ী দু’টি পরিদর্শন করেছি। ঘটনার সময় বাড়ী দু’টি ফাঁকা ছিলো। চোর গ্রেফতারের পাশাপাশি চুরি হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।