ঢাকা শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
মুজিববর্ষে রাজবাড়ীতে বাস্তবায়িত কর্মসূচী নিয়ে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২১-১২-১২ ১৩:৩২:৪৬
মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল ১২ই ডিসেম্বর সন্ধ্যায় রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত বিশেষ কর্মসূচী নিয়ে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক দিলসাদ বেগম বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী(মুজিববর্ষ) ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত বিশেষ কর্মসূচী নিয়ে গতকাল ১২ই ডিসেম্বর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।

  রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক দিলসাদ বেগম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে হতদরিদ্র ১০০টি পরিবারের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয়তা যাচাই করে প্রতিটি পরিবারের জন্য একটি করে ভ্যান ও রিক্সা বিতরণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে সাইকেল র‌্যালী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রত্যয় প্রতিবন্ধী বিদ্যালয়, রাজবাড়ী শিশু পার্ক সচলসহ আধুনিকায়ন, দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, বঙ্গবন্ধুর স্মৃতি ঘিরে শতাধিক দুর্লভ ছবি সম্বলিত জানা-অজানা বঙ্গবন্ধু শীর্ষক প্রকাশনা, বৃক্ষরোপণ, আন্তঃবিভাগীয় টেনিস টুর্নামেন্ট, ঢাকা ম্যারাথন-২০২১সহ বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন।

  মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্পর্কিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

  সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক ও সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন বক্তব্য রাখেন।

  সংবাদ সম্মেলনে সহকারী কমিশনার মোঃ সাইফুল হুদা ও সহকারী কমিশনার বিপুল শিকদারসহ জেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  সংবাদ সম্মেলনে শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে মুজিববর্ষের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। 

রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা  তোফাজ্জেলের বিরুদ্ধে পৌর কর্মচারীদের বিক্ষোভ
চন্দনীতে গৃহবধু তামান্না হত্যার ঘটনায় পুলিশ সদস্যর গ্রেফতার ফাঁসির দাবিতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ