ফরিদপুর চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত ৩০শে ডিসেম্বর সন্ধ্যায় শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত হয়।
শপথ বাক্য পাঠ করান চেম্বার অব কমার্স নির্বাচনের নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ শাহজাহান। অনুষ্ঠানে অতিথি হিসেবে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, বিপিএম(সেবা), ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, পৌর কাউন্সিলর মতিউর রহমান শামীম, চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি মোঃ নজরুল ইসলামসহ পরিচালক মন্ডলী, সদস্য, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।