ঢাকা বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
ফরিদপুরে নানা আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীনের ১১৯তম জন্ম বার্ষিকী উদযাপন
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২২-০১-০১ ১৩:৫৬:৩৩
পল্লীকবি জসীম উদ্দীনের ১১৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে গতকাল ১লা জানুয়ারী সকালে ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুরে পল্লীকবি’র কবরের পাশে আলোচনা সভায় জেলা প্রশাসক অতুল সরকার বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

ফরিদপুরে নানা আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীনের ১১৯তম জন্ম বার্ষিকী উদযাপিত হয়েছে।
  এ উপলক্ষে গতকাল ১লা জানুয়ারী সকালে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ীতে অবস্থিত পল্লীকবি’র কবরে জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। 
  পরে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে পল্লীকবির কবরের পাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় মোবাইল ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রীর জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহী চৌধুরী, প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক অতুল সরকার, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, প্রফেসর এম.এ সামাদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও অধ্যাপক রিজভী জামান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
  উল্লেখ্য, পল্লীকবি জসীম উদ্দীন ১৯০৩ সালের ১লা জানুয়ারী ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে(মামা বাড়ীতে) জন্মগ্রহণ করেন। 

‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সদরঘাটে দুর্ঘটনা:৫ কর্মী পুলিশ হেফাজতে
নরসিংদীতে ২ মোটরসাইকেল আরোহী নিহত
সর্বশেষ সংবাদ