রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির বাহাদুরপুর গ্রামে ২০১৮ সালে প্রতিষ্ঠিত আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল ডিসএ্যাবল্ড স্কুল পরিদর্শন করেন কুয়েত প্রবাসী রফিকুল ইসলাম মিয়া।
স্কুলের উন্নয়নে কুয়েতি অনুদানের লক্ষ্যে গতকাল রবিবার ১০ই মে দুপুরে কুয়েত প্রবাসী রফিকুল ইসলাম মিয়া স্কুলটি পরিদর্শন করেন।
এ সময় স্কুলের সভাপতি কামাল হোসেন মাস্টার, সহ-সভাপতি কাজল মাহমুদ, দাতা সদস্য আব্দুর রাজ্জাক শেখ ও প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
কুয়েত প্রবাসী রফিকুল ইসলাম মিয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্কুলের শতাধিক প্রতিবন্ধীর আর্থ-সামাজিক উন্নয়নসহ প্রতিবন্ধী স্কুল উন্নয়নে কুয়েতি ধর্নাঢ্য ব্যক্তি আবু আব্দুর রহমানের সাথে কথা বলেন।