ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
কালুখালীর মোহনপুরে আওয়ামী লীগের আঞ্চলিক অফিস উদ্বোধন
  • রাকিবুল ইসলাম
  • ২০২২-০১-১০ ১৩:২৪:১৯
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু গতকাল ১০ই জানুয়ারী বিকালে কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু গতকাল ১০ই জানুয়ারী বিকালে কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন। 
  মাঝবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুণ মিয়ার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, পাংশা উপজেলা শ্রমিক লীগের সভাপতি এস.এম মহসিন আলী, মোহনপুর বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম মিয়া, বাদল চক্রবর্তী, ব্যবসায়ী রাকিবুজ্জামান খান, ইউপি সদস্য এস.এম মোস্তফা কামাল ও বাচ্চু মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
  দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে শেখ সোহেল রানা টিপু বলেন, আওয়ামী লীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জন হলেও ১৯৭২ সালের ১০ই জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা লাভ করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ