ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে সাংবাদিক পীর হাবিবুর রহমানকে স্মরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০২-০৬ ১৩:৪৭:১৭

রাজবাড়ীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি কর্তৃক আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনীতে গতকাল ৬ই ফেব্রুয়ারী বিকালে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট প্রয়াত পীর হাবিবুর রহমানকে স্মরণ করা হয়েছে। 

  এ সময় তার জীবনের উপর আলোচনা শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সূর্বণা রাণী সাহা, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবির) পরিচালক মোহাম্মদ আফরাজুর রহমান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন সহ জেলা ও উপজেলায় কর্মরত ৭০ জন সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।

  প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি’র আয়োজনে রাজবাড়ী সার্কিট হাউজ মিলনায়তনে উক্ত সমাপনী অনুষ্ঠানে পীর হাবিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

  প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বলেন, পীর হাবিবুর রহমানের লেখনী ছিলো অসাধারণ। তার রাজনৈতিক বিশ্লেষণ থেকে শুরু করে দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে দেশের ক্ষতি হয়ে গেলো।

  রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, আমি প্রতিনিয়ত পীর হাবিবুর রহমানের লেখা পড়তাম। তার লেখা অত্যন্ত শক্তিশালী ছিলো। তার রাজনৈতিক বিশ্লেষণ ছিলো চমৎকার। একটি পত্রিকার সম্পাদনায় তার ভূমিকায় দেশের মানুষ উপকৃত হয়েছেন।

  উল্লেখ্য বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান গত ৫ই ফেব্রুয়ারী বিকেল ৪টা ৮মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ