রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বাসিন্দা বিশিষ্ট সমাজবেক, শিক্ষানুরাগী ও ঢাকাস্থ ডিডিসি লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিন মিয়া ওরফে পান্না মিয়ার(৮০) দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল ৪ঠা মার্চ বিকাল ৩টায় কলিমহর ইউনিয়নের জহুরুন্নেছা স্কুল এন্ড কলেজের মাঠে নামাজে জানাযা শেষে তার মরদেহ কলিমহর কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজের পূর্বে জহুরুন্নেছা স্কুল এন্ড কলেজ, কলিমহর মহাবিদ্যালয়, ডিডিসির কলিমহর প্রকল্প, মাছপাড়া মহাবিদ্যালয়, কলিমহর খলিল উদ্দিন মিয়া দাখিল মাদ্রাসা, গোপালপুর কলেজিয়েট স্কুল, হোসেন ডাঙ্গা নিলুফার রফিক উচ্চ বিদ্যালয়, কলিমহর বাজার পরিচলনা কমিটি, সাঁজুরিয়া জেহরা জেরিন উচ্চ বিদ্যালয়, পাংশার সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেন, কসবামাজাইল ইউনিয়ন মুক্তিযোদ্বা সংসদ, ভাতশালা প্রান্তিক জনকল্যাণ সংস্থা, পাংশার নাট্যলোক সংগঠন, হাটবনগ্রাম উচ্চ বিদ্যালয়, বনগ্রাম বারপল্লী মহাশ্মশান পরিচালনা কমিটি, কলিমহর ইউনিয়ন মুক্তিযোদ্বা সংসদসহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ মরদেহে শ্রদ্ধা নিবেদন করে।
রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মন্ডল, মৃগীর শহীদ দিয়ানত কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্বা নজরুল ইসলাম জাহাঙ্গীর, মাছপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নিজাম উদ্দিন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, কলিমহর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা বকুল বিশ্বাস, সাবেক চেয়ারম্যান এডঃ আক্কাস আলী মিয়া, কসবামাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মাদ সুলতান মিয়া, বীর মুক্তিযোদ্বা নূরে আলম ইমরোজ মিয়া, রিজাউল ইসলাম মিয়া, মরহুমের পুত্র একেএম নাফিজ উদ্দিন রিফাত ও একেএম নাঈম উদ্দিন রেশাদসহ বিপুল সংখ্যক মানুষ জানাযার নামাজে অংশগ্রহণ করেন। জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা আলী আকবর।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার একেএম রফিকউদ্দিন মিয়া ওরফে পান্না মিয়া ব্রেইন স্ট্রোক করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩রা মার্চ ভোরে ইন্তেকাল করেন।