রাজবাড়ী জেলার বালিয়াকান্দির তালপট্টি থেকে মেগচামী পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ ধীরগতিতে হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ধুলাবালির কারণে সড়কের পাশের এলাকাগুলো বিবর্ণ হয়ে গেছে। এ অবস্থায় দূষণ বন্ধের পদক্ষেপসহ সড়ক উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার দাবী জানিয়েছেন স্থানীয়রা।
গতকাল ৮ই মার্চ দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বালিয়াকান্দির তালপট্টি থেকে মেগচামী পর্যন্ত রাস্তাটি ইটের খোয়া, বালু দিয়ে রোলার করা। সড়কটি দিয়ে প্রতিনিয়ত ডাম্প ট্রাক, ইটভাটার গাড়ী ও ভারী পণ্যবাহী ট্রাক চলাচল করায় খোয়া বের হয়ে ধুলার সৃষ্টি হয়েছে। গাড়ী চলাচল করার সময় বাতাসে ধুলার সৃষ্টি হচ্ছে। বিবর্ণ হয়ে গেছে সড়কের পাশে বাড়ীঘরসহ গাছপালা। সড়কের পাশে থাকা ঘরবাড়ীর চালায় ধুলার আস্তর পড়ে আছে।
রাস্তার পাশের বাসিন্দা মহিদুল, মিরাজ, রাশেদুলসহ কয়েকজন বলেন, কাজটির শুরু থেকেই ধীর গতিতে করা হচ্ছে। প্রথমে খনন করে অনেকদিন ফেলে রাখা হয়েছিল। কয়েক মাস আগে খোয়া, বালু দিয়ে রোলার করা হয়েছে। ছোট-বড় গাড়ী যাতায়াতের সময় প্রচন্ড ধুলাবালির সৃষ্টি হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের বেশী ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত রাস্তাটি কার্পেটিং করে আমাদেরকে এই দূষণ থেকে রক্ষা করা হোক।
ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার আল আমিন বলেন, আমাদের আরও কয়েকটি কাজ চলছে। গত নভেম্বরে রোলার দিয়ে সুড়কি, বালুর কাজ শেষ করা হয়েছে। খুব শীঘ্রই কার্পেটিং-এর কাজ সম্পন্ন হবে।
বালিয়াকান্দি উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশাহ বলেন, সড়কটির কাজের মেয়াদ আগামী এপ্রিল মাসে শেষ হবে। এখনো কার্পেটিং বাকী রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান যাতে করে দ্রুত কাজটি শেষ করে সে বিষয়ে তাগাদা দেয়া হচ্ছে। পাশাপাশি মানুষের ভোগান্তি লাঘবে সড়কে পানি ছিটানোর জন্য বলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান বলেন, বিষয়টি নিয়ে আমি বাস্তবায়নকারী দপ্তরের সাথে কথা বলবো, যাতে তারা দ্রুত ঠিকাদারী প্রতিষ্ঠানকে দিয়ে কাজটি সম্পন্ন করে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন যাবৎ সড়কটির কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। কাজের যে ধীরগতি রয়েছে সেটি দুঃখজনক। মানুষের ভোগান্তি দূর করতে দ্রুত কাজটি সম্পন্ন করা দরকার।
রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম বলেন, সড়কের উন্নয়ন কাজে ধীরগতি হলে মানুষের দুর্ভোগ হয়। দ্রুত কাজটি সমাপ্ত করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুমন কুমার সরকার বলেন, সড়কের ধুলাবালি এক ধরনের ডাস্ট। এটি সব বয়সের মানুষের দীর্ঘমেয়াদী ক্ষতি করে। হাঁপানী, চর্মসহ বিভিন্ন রোগের সৃষ্টি হয়। এছাড়াও ফুসফুসের কার্যক্ষমতা কমিয়ে দেয়। ধুলাবালিতে সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখীন হয় শিশু ও বৃদ্ধরা।