ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দিতে ভূমিকম্প-অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৩-১০ ১৩:২৪:৪৫

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ভূমিকম্প-অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
  উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১০ই মার্চ সকালে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার শাহেদ শরাফত আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রথমে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে। 
  এরপর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরীন সুলতানা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বিশ্বাস ও বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন। 

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ