রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ফকীর আঃ কাদেরের প্রতিষ্ঠিত ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে ইংরেজী নববর্ষবরণ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ই মার্চ গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টায় অনুষ্ঠানমালা শুরু হয়ে রাত ৯টার দিকে শেষ হয়।
শিক্ষা প্রতিষ্ঠান ৬টির প্রতিষ্ঠাতা এবং এফ কে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ ফকীর আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক, রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদ, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, অন্যান্য অতিথিদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক সুলতান উদ্দিন আহম্মেদ, ফরিদপুরের শিবরামপুরের আরডি একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি বিভুতি ভূষণ ঘোষ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মহসীন উদ্দিন বতু, বাংলাদেশ বেতারের পরিচালক আজিজুল ইসলাম মিন্টু, সাবেক স্বাস্থ্য কর্মকর্তা মুকুল সরকার, গোয়ালন্দ ইদ্রিসিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জালাল উদ্দিন ফকীর, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নূরজাহান চৌধুরী ও গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল বাসার মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চায়না রাণী সাহা। এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, ফকীর আঃ কাদেরের প্রতিষ্ঠিত ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যগণ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীসহ ফরিদপুর সদর, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর আলোচনা পর্বের শেষে দুপুরে প্রীতিভোজ এবং রাত ৯টা পর্যন্ত বিরতিহীনভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলায় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ফকীর আঃ কাদেরের প্রতিষ্ঠিত ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের (গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও এর এসএসসি ভোকেশনাল শাখা, এফ কে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ বিএম শাখা ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, এফ কে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ বিএম শাখা ও এসএসসি ভোকেশনাল শাখা) শিক্ষার্থীরা এসএসসি(জেনারেল), এসএসসি(ভোকেশনাল), এইচএসসি(বিএম) ও কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স পরীক্ষার ফলাফলে ব্যাপক সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।