ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
পাংশায় পেঁয়াজের ফলন ও দাম কম হওয়ায় হতাশায় কৃষকরা
  • শামীম হোসেন
  • ২০২২-০৪-০৩ ১৪:৪৯:০৫

সারা দেশের মধ্যে পেঁয়াজ চাষে রাজবাড়ী জেলা অন্যতম। তবে এ বছর জেলার পাংশা উপজেলায় আশানুরূপ ফলন হয়নি পেঁয়াজের। অন্যদিকে বাজারে পেঁয়াজের দামও কম। এ অবস্থায় পেঁয়াজ চাষ করা কৃষকরা হতাশায় ভুগছেন। 
  সরেজমিনে পাংশা উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, কৃষকরা মাঠ থেকে  পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছেন। 
  কৃষকরা জানান, গত বছরের তুলনায় এ বছর পেঁয়াজের ফলন অনেক কম হয়েছে। পেঁয়াজের চারা রোপণের পর পরই বৃষ্টি হওয়ায় ফলন কম হয়েছে। উপরন্তু বাজারে পেঁয়াজের দাম খুবই কম। এ অবস্থায় উৎপাদন খরচও উঠছে না বলে পেঁয়াজ চাষীরা হতাশা প্রকাশ করেছেন। 
  মৌরাট ইউনিয়নের মালঞ্চি গ্রামের মিয়াপাড়ার মাঠে পেঁয়াজ উত্তোলনরত কৃষক সাইদুল ইসলাম বলেন, এবার প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমিতে পেঁয়াজ চাষে প্রায় ৪০ হাজার টাকা করে খরচ হয়েছে। উৎপাদন হয়েছে ৩৫-৪০ মণ করে, যা গত বছরের তুলনায় অনেক কম। প্রতি মণ পেঁয়াজের উৎপাদন খরচ পড়েছে প্রায় ১হাজার টাকা করে। সেখানে বাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকা করে। এতে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে। 

 

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ