ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় দীর্ঘ যানজট অব্যাহত রয়েছে। যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ছোট গাড়ী ও জরুরী পণ্যবাহী ট্রাকগুলো ৩/৪ ঘণ্টা অপেক্ষার পর ফেরীতে ওঠার সুযোগ পেলেও সাধারণ পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানগুলোকে ফেরীর নাগাল পেতে ১২ থেকে ১৫ ঘণ্টা করে অপেক্ষা করতে হচ্ছে।
গতকাল ১২ই এপ্রিল সকালে সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পর্যন্ত ৪ কিঃ মিঃ জুড়ে আটকে থানা যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এর অধিকাংশই পণ্যবাহী ট্রাক। কিছু যাত্রীবাহী বাসও রয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় গরমে যাত্রী ও চালক-শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে অটো রাইস মিলের মেশিন নিয়ে ব্রাক্ষ্মনবাড়ীয়ার আশুগঞ্জগামী একটি ট্রাকের চালক আলমগীর হোসেন বকুল বলেন, গত রাত ১টার দিকে এসে সিরিয়ালে আটকা পড়েছি। ১১ ঘণ্টা পার হলেও এখনো ফেরী ঘাটে পৌঁছাতে পারিনি। আমাদের দুর্ভোগ বলে বোঝানোর মতো নয়। যতদিন না এই নৌরুটে ব্রীজ হবে ততদিন আমাদেরকে ভোগান্তি পোহাতেই হবে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ২০টি ফেরীর মধ্যে ৩টি বিকল হয়ে মেরামতের জন্য ডকইয়ার্ডে রয়েছে। এছাড়া দৌলতদিয়ার ৭টি ফেরী ঘাটের মধ্যে ৪টি (৩, ৪, ৫ ও ৭) চালু থাকলেও পানি কমে যাওয়ায় ঘাটগুলো অনেক নীচু হয়ে গেছে। এতে ফেরীতে যানবাহন লোড-আনলোডে অতিরিক্ত সময় লাগছে। এসব কারণে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।