মুজিবনগর দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৭ই এপ্রিল দুপুরে উপজেলা পরিষদের হলরুমে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হকের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেনের সঞ্চালনায় সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ সামাদ মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্বতী পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরেন।