রাজবাড়ী ডিবি’র অভিযানে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ী গ্রাম থেকে ৬০ পিস ইয়াবাসহ বিক্রেতা সাইফুল মল্লিক(৩০) গ্রেফতার হয়েছে।
গতকাল ১৩ই মে দুপুরে রাজবাড়ী ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাইফুল মল্লিক চর ঝিকড়ী গ্রামের জয়নাল মল্লিকের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।