কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মীদের ২০ জন ছেলে-মেয়েকে গাড়ী চালানোর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
গতকাল ১১ই জুন বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এবং জাইকা’র সহায়তায় গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় তাদেরকে এই ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ১৭ জন ছেলে ও ৩ জন মেয়ে রয়েছে। তারা সকলেই দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মীদের সন্তান।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহম্মেদ।
ড্রাইভিং প্রশিক্ষণ নেয়া দৌলতদিয়ার বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী শাকিলা খাতুন বলেন, বর্তমানে মেয়েরা পুরুষের চেয়ে পিছিয়ে নেই। তারা সব চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই ছেলেদের পাশাপাশি আমরা মেয়েরাও ড্রাইভিং প্রশিক্ষণ নিয়েছি, যাতে আমারা সমাজে অবহেলিত না থাকি।