ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
পাংশার কসবামাজাইলে তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • পাংশা প্রতিনিধি
  • ২০২২-০৬-১১ ১৭:৪৬:২৪
ভারতে মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) ও তার স্ত্রী আয়েশা (রাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

ভারতে মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) ও তার স্ত্রী আয়েশা (রাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ১১ই জুন বিকাল ৩টার দিকে কসবামাজাইল নতুন বাজার এলাকায় এই কর্মসূচীর আয়োজন করা হয়। ইসলামী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা হাফেজ মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে সমাবেশে পাংশার শাহ জুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা আশয়ারী, আজিজপুর রশীদিয়া কওমিয়া মাদ্রাসার নায়েবে মুহতামীম মাওলানা আব্দুল আলীম ও সাংবাদিক মাসুদ রেজা শিশিরসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) ও তার স্ত্রী আয়েশা (রাঃ)কে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ভারতীয়  পণ্য বর্জনের আহ্বান জানান। 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ