দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অশ্লীল গালিগালাজ, দেখে নেওয়ার হুমকি এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে মারধর করার অভিযোগে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবী জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা।
গতকাল ১২ই জুন দুপুর ২টার দিকে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সরকারী বাসভবন থেকে সাংবাদিকদের হাতে এই প্রেস বিজ্ঞপ্তির কপি তুলে দেন।
আব্দুল হান্নান মোল্লার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১১ই জুন ইসলামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩জন করে নাম প্রস্তাব আসলে উপস্থিত নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের মতামতের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়ে সভাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত বিএনপি থেকে অনুপ্রবেশকারী আহম্মদ আলী মাস্টার সভাস্থলে থাকা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কটূক্তি করার পাশাপশি সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তার (হান্নান মোল্লা) নাম উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি প্রদান করে। এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মীরা এর প্রতিবাদ করলে সে আরিফুল ইসলাম নামে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে বেধরক মারধর করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আহম্মদ আলী মাস্টারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় তার বিরুদ্দে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে।