ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
দুই পাশে ড্রেন থাকা সত্ত্বেও সামান্য বৃষ্টিতেই পাংশা বাজারে জলাবদ্ধতা
  • শামীম হোসেন
  • ২০২২-০৭-০১ ১৬:৪১:০৬
দুই পাশে ড্রেন থাকা সত্ত্বেও সামান্য বৃষ্টিতেই পাংশা বাজারের প্রধান সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় যানবাহনসহ বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীরা বিপাকে পড়েছে -মাতৃকণ্ঠ।

দুই পাশে ড্রেন থাকা সত্ত্বেও সামান্য বৃষ্টিতেই রাজবাড়ী জেলার পাংশা বাজারের প্রধান সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীরা বিপাকে পড়েছে। 
  ব্যবসায়ীরা জানায়, সড়কটির দুই পাশ দিয়েই ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। তবুও সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। ময়লা-আবর্জনা জমে ড্রেন অনেক আগেই অকেজো হয়ে পড়েছে। কিন্তু এ পর্যন্ত পৌর কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। 
  ভুক্তভোগী ওষুধের দোকানী সবুজ খান বলেন, এই সমস্যা দীর্ঘদিনের। সড়কের উপর দিয়ে প্রতিনিয়ত বসে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। তাদের ফেলা ময়লা-আবর্জনা জমেই ড্রেন ভরাট হয়ে গেছে। এ জন্য ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হয় না। 
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন, ফুটপাতের ব্যবসায়ীরা সম্পূর্ণ অবৈধভাবে এই সড়কে বসে। আমরা ইতিপূর্বে অনেকবার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদেরকে জরিমানা করেছি এবং সড়কে যেন তারা ব্যবসা না করে সে জন্য অনেকবার বলেছি। ড্রেন দিয়ে যাতে পানি নিষ্কাশন হতে পারে সে ব্যাপারে পৌর মেয়রকে বলা হবে।
  এ বিষয়ে কথা বলার জন্য পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মন্ডলের মোবাইল ফোনে অনেকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ