ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
কালুখালী থানা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ বিক্রেতা গ্রেফতার
  • পাংশা প্রতিনিধি
  • ২০২২-০৭-০২ ১৪:৫৬:২৩
কালুখালী থানার পুলিশ গত ১লা জুলাই রাতে মোহনপুর গ্রাম থেকে পুলিশ ২৬ বোতল ফেনসিডিলসহ বিক্রেতা আঃ মান্নান বিশ্বাসকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার খামারবাড়ী মোহনপুর গ্রাম থেকে পুলিশ ২৬ বোতল ফেনসিডিলসহ বিক্রেতা আঃ মান্নান বিশ্বাস(৪৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।  
  জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১লা জুলাই রাতে এস.আই ফারুক হোসেনের নেতৃত্বে কালুখালী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আঃ মান্নান বিশ্বাস খামারবাড়ী মোহনপুর গ্রামের মৃত নাজিম উদ্দিন বিশ্বাসের ছেলে। 
  কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আঃ মান্নান বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২রা জুলাই তাকে আদালতে সোপর্দ করা হয়। 

পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ