ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা॥চাপ নেই দৌলতদিয়া ঘাটে
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৭-১২ ১৫:৪৩:৩৮
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ শেষে দৌলতদিয়া ঘাট দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ছবিটি গতকাল ১২ই জুলাই তোলা -মাতৃকণ্ঠ।

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে এবার কোন বাড়তি চাপ নেই দৌলতদিয়া ঘাটে। পদ্মা সেতু চালু হওয়ায় এই নৌরুটের যাত্রীরা অনেকটাই নির্বিঘেœ নদী পার হয়ে গন্তব্যে যেতে পারছে।
  গতকাল ১২ই জুলাই সকালে সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, যানবাহনের কোন জট নেই। দূরপাল্লার যাত্রীবাহী বাস, মাইক্রোবাসসহ যে যানবাহনগুলো ঘাটে আসছে তারা সরাসরি ফেরীতে উঠতে পারছে। তবে গণপরিবহনের অতিরিক্ত ভাড়া যাত্রীদের স্বস্তি নষ্ট করছে। 
  শিমুল আহসান নামে এক যাত্রী বলেন, এবার বাড়ী আসা-যাওয়ার পথে দৌলতদিয়া ঘাটে কোন ঝামেলা হয়নি। তবে বাস ভাড়া বেশী লেগেছে। সব মিলিয়ে এবারের ঈদযাত্রা ভালোই হয়েছে। 
  ফেরদৌস নামে আরেক যাত্রী বলেন, বাবা-মা ও স্ত্রী-সন্তানের সঙ্গে ঈদ কাটালাম। খুব ভালো লাগলো। এখন তাদের রেখে যেতে কষ্ট হচ্ছে। তারপরও যেতে হবে, না গেলে চাকরী থাকবে না।
  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ঈদ শেষে মানুষ কর্মস্থলে ফেরা শুরু করেছে। ঘাট এলাকায় যানবাহনের কোন সিরিয়াল নেই। যে সমস্ত যানবাহন নদী পার হওয়ার জন্য আসছে তারা সরাসরি ফেরীতে উঠতে পারছে। এই রুটের ২১টি ফেরীর মধ্যে ১১টি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হয়েছে। বাকি ১০টি ফেরী বসিয়ে রাখা হয়েছে। যানবাহনের ও যাত্রীর চাপ বৃদ্ধি পেলে সেগুলো চালানো হবে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ