ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
গোয়ালন্দে জাতীয় মহাসড়কে দুর্ঘটনায় এক যুবক নিহত
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৭-১৩ ১৫:৫২:৫৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় শাহিন আলম(২৪) নামে এক যুবক নিহত হয়েছে। 

  গতকাল ১৩ই জুলাই ভোরে গোয়ালন্দের ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন আলম ময়মনসিংহ জেলার সদর থানাধীন বীর বাওলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

  গোয়ালন্দ মোড়স্থ আহলাদীপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে ফিঙ্গার প্রিন্টের(আঙুলের ছাপ) মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয়। ধারণা করা হচ্ছে, মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুত গতির কোন যানবাহনের সাথে ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়।

  নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছে, প্রায় দেড় বছর ধরে সে মানসিক সমস্যায় ভুগছিল। এক মাস আগে সে বাড়ী থেকে নিখোঁজ হয়। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের লোকজন আসার পর লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ