রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলার দৌলতদিয়ায় অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১জন বিক্রেতা ও সাজাপ্রাপ্ত ৪জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে উত্তর দৌলতদিয়া পূর্ব পাড়া পতিতালয়ের ১নং গেইট এর জনৈক তপু বাড়িওয়ালার বাড়ীর সামনে থেকে মাদক বিক্রেতা দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়া বাহিরচর এলাকার মোঃ বিল্লাল খন্দকার (৪০)কে ২০ পিচ ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামীরা হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার ডিগ্রীর চর চাঁদপুর আকমল শেখ, দৌলতদিয়া বাজার এলাকার আসাদুজ্জামান রুবেল(২৪), আয়নাল মাতুব্বরের পাড়া এলাকার মনির সরদার ও পশ্চিম উজানচর এলাকার আইনদ্দিন আব্দুল মালেক মোল্লা।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে গতকাল শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।