রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানার নেতৃত্বে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল ৩০শে আগস্ট দুপুরে বহরপুর ইউনিয়নের পাকালিয়া বিল থেকে ১১টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে। পরে উপজেলা শিশু পার্ক এলাকায় এনে জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (চঃ দাঃ) আব্দুল মান্নাফ, ক্ষেত্র সহকারী আব্দুল কুদ্দুসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।