রাজবাড়ী ডিবি’র অভিযানে সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকা থেকে ১৯৮০ পিস মাদক জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিক্রেতা হুমায়ুন কবির রানা(৪৪) গ্রেপ্তার হয়েছে।
গতকাল ১লা সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টার দিকে এসআই মিলন চন্দ্র বর্মনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হুমায়ুন কবির রানা যশোর জেলার কোতয়ালী থানার ১ নং ওয়ার্ডের উপশহর এলাকার হাবিবুর রহমানের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে ডিবি সূত্রে জানা গেছে।