ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
গোয়ালন্দে ওএমএস-টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রির কার্যক্রমের উদ্বোধন
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-০৯-০১ ১৪:৩১:০২
গোয়ালন্দে গতকাল ১লা সেপ্টেম্বর সকালে ওএমএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন -মাতৃকণ্ঠ।

সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দে ওএমএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
  গতকাল ১লা সেপ্টেম্বর সকালে গোয়ালন্দ বাজার এলাকার ডিলারের দোকানে এই চাল বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, পৌরসভার কাউন্সিল ফজলুল হক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহেদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। 
  উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন জানান, ৩মাসব্যাপী এই কার্যক্রম চলাকালে সপ্তাহে ৫ দিন ৩০ টাকা দরে জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি করে এই চাল বিক্রয় করা হবে।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ