ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
কালুখালীর গঙ্গানন্দপুরে শারীরিক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার
  • ফজলুল হক
  • ২০২২-০৯-০৩ ১৫:১৬:৪৫
কালুখালী উপজেলার গঙ্গানন্দপুর ঈদগাহ সংলগ্ন মাঠ থেকে গতকাল ৩রা সেপ্টেম্বর সকালে থানা পুলিশ জিহাদ আহমেদ নামে এক শারীরিক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে -সাহসী সময়।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের জিহাদ আহমেদ(১৪) নামে এক শারীরিক প্রতিবন্ধী কিশোরের লাশ থানা পুলিশ উদ্ধার করেছে। 
  স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল ৩রা সেপ্টেম্বর সকালে কালুখালী থানা পুলিশ গঙ্গানন্দপুর ঈদগাহ সংলগ্ন মাঠ থেকে তার লাশ উদ্ধার করে। 
  নিহত জিহাদ ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর গ্রামের জসিম উদ্দিনের পুত্র। মা সেলিনা খাতুন সৌদি আরবে থাকায় সে গঙ্গানন্দপুরের পার্শ্ববর্তী হরিণবাড়ীয়ার চরে নানা বারেক শেখের বাড়ীতে বসবাস করতো। 
  কালুখালী থানার পরিদর্শক (তদন্ত) আঃ গণি বলেন, ধারণা করা হচ্ছে গত শুক্রবার রাতের কোনো এক সময় হত্যাকান্ডটি সংঘটিত হয়। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ