ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন
  • নিউইয়র্ক প্রতিনিধি
  • ২০২২-০৯-১৮ ১৪:৫৩:৫৮
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকস হাইটসে গত ১৭ই সেপ্টেম্বর মানবাধিকার সংস্থা হিউম্যান সাপোর্ট কর্পোরেশন আয়োজিত বিনামূল্যে ভাইরাসের টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে -মাতৃকণ্ঠ।

শীতের প্রারম্ভে প্রতি বছরের ন্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকস হাইটসে স্থানীয় সময় গত ১৭ই সেপ্টেম্বর মানবাধিকার সংস্থা হিউম্যান সাপোর্ট কর্পোরেশন আয়োজিত বিনামূল্যে ভাইরাসের টিকাদান কর্মসূচী (ফ্লু-শট) অনুষ্ঠিত হয়েছে।
  সংগঠনের সভাপতি বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী দ্যা বেস্ট হোপ রিয়েলিটি ইনকের ব্রোকার ও মাল্টি সার্ভিস প্রোভাইডার আংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রটিক সোসাইটি ইউএসএ’র সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলীর সভাপতিত্বে কর্মসূচীর উদ্বোধন করেন হোম কেয়ার সার্ভিসের পাইওনিয়ার বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট কলামিস্ট ও বাংলা সিডি প্যাপ সার্ভিসের সত্ত্বাধিকারী  সমাজসেবক আবু জাফর মাহমুদ। 
   উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও ফোবানার সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডঃ সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আঃ সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আঃ হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল, ১ নম্বর সদস্য শাহানারা রহমান, জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, প্রবাসী বাংলাদেশীদের সংস্কৃতির ধারক-বাহক শো টাইম মিউজিকের সত্ত্বাধিকারী আলমগীর খান আলম, ইকে টেকনোলোজীর সত্ত্বাধিকারী আঃ কাদের মিয়া, হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সাধারণ সম্পাদক তপন কুমার সেন ও যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহানারা আলী প্রমুখ বক্তব্য রাখেন। 
   উল্লেখ্য, প্রতি বছর আমেরিকায় ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে হাজারের অধিক মানুষ মারা যায়। এ জন্য প্রতি বছর হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের উদ্যোগে ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশী কমিউনিটিকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের হাত থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধির  লক্ষ্যে এই প্রতীকি টিকাদান কর্মসূচী পালন করা হয়। 

পবিত্র লাইলাতুল কদর আজ
যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে কর্মসূচি গ্রহণ মহান স্বাধীনতা দিবস আজ
গণমাধ্যম সংস্কার কমিশনের কিছু প্রস্তাব অতিদ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে-----প্রধান উপদেষ্টা
সর্বশেষ সংবাদ