ঢাকা সোমবার, মে ১২, ২০২৫
পাংশা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরণ
  • শামীম হোসেন
  • ২০২২-০৯-২৭ ১৮:২৩:১৪

রাজবাড়ীর পাংশা উপজেলার তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। 
   পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৭শে সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ  হাসান ওদুদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। 
   উল্লেখ্য, পাংশা উপজেলার তালিকাভুক্ত ৩৮৫ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে জীবিতদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড এবং মৃতদের পরিবারের সদস্যদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়।  

উজানচরে গ্রামীণ রাস্তা নির্মাণ কাজ বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
গোয়ালন্দে হেরোইনসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
যতদিন গোয়ালন্দ থানায় কর্মরত থাকবেন ততদিন ১৫জন শিশুর শিক্ষা সামগ্রী প্রদান করে যাবেন ওসি
সর্বশেষ সংবাদ