ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে বিনোদপুর রাধা গোবিন্দ মন্দিরে মতবিনিময় সভা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৯-২৭ ১৮:২৮:৪৬

শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের রাজবাড়ী সদর উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
   গতকাল ২৭শে সেপ্টেম্বর সকালে রাজবাড়ী শহরের বিনোদপুর রাধা গোবিন্দ জিউর মন্দিরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি অরুন কুমার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, প্রধান বক্তা হিসেবে পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, বিশেষ অতিথি হিসেবে পূজা উদযাপন পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক তোফাজ্জেল হোসেন, পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সহ-সভাপতি মিহির চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক তন্ময় দাস, রাজবাড়ী পৌর শাখার সভাপতি শিশির চক্রবর্তী, সদর উপজেলা শাখার সহ-সভাপতি উপেন্দ্রনাথ রায়, সুজিত কুমার নন্দী, পৌর শাখার সাধারণ সম্পাদক পরিমল সরকার, বিনোদপুর রাধা গোবিন্দ জিউর মন্দিরের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, অন্যান্যের মধ্যে রাজবাড়ী থানার ওসি শাহাদাত হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি আব্দুল জলিল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ উপস্থিত ছিলেন। 
   প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, আপনারা শারদীয় দুর্গোৎসব আনন্দ-উদ্দীপনার সাথে উদযাপন করবেন। আমরা আপনাদের পাশে আছি। কেউ যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটাতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই। দুর্গা পূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে।  

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ