ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১০-০২ ১৪:৩৪:৪৯

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান গতকাল ২রা অক্টোবর সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন। 

   তিনি বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের দুর্গা পূজা পরিদর্শনে এলে পূজা কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি মন্দিরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় জেলা প্রশাসকের সহধর্মিণী, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী রতন, বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি যোগেশ চন্দ্র সমাদ্দার, সাধারণ সম্পাদক চন্দ্রনাথ কুন্ডু চন্দন প্রমুখ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ