পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান গতকাল ৩রা অক্টোবর রাতে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।