ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষ্যে দৌলতদিয়ায় পৃথক মিছিল অনুষ্ঠিত
  • আবুল হোসেন
  • ২০২২-১০-১০ ১৪:৫৩:১০

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ইমাম বাড়ী শরীফ ও আঞ্জুমান-ই কাদেরীয়া খানকা শরীফের আয়োজনে পৃথক মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

  গত ৯ই অক্টোবর সকাল সোয়া ১০টার দিকে প্রথমে দৌলতদিয়া ইমাম বাড়া শরীফ থেকে মিছিল বের হয়ে মহাসড়কের পাশ দিয়ে পদ্মার মোড় এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বেলা ১১টার দিকে দৌলতদিয়া আঞ্জুমান-ই কাদেরীয়া খানকা শরীফ থেকে মিছিল বের হয়ে মহাসড়কের পাশ দিয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

  গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তপু, দৌলতদিয়া ইমাম বাড়া শরীফের সভাপতি মাহাজুস আলী চেধুরী নাসিম, সাধারণ সম্পাদক গোলাম মাহাবুব, কোষাধ্যক্ষ সুমন মোল্লা, দৌলতদিয়া আঞ্জুমান-ই কাদেরীয়া খানকা শরীফের সভাপতি মুক্তার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ ফজলুল হক, সহকারী কোষাধ্যক্ষ আজিজুল প্রামানিক, হিসাব রক্ষক মোকসেদ হোসেন, ওয়াজউদ্দিন চৌধুরীসহ বিপুল সংখ্যক ভক্ত ও মুরিদান মিছিলে অংশগ্রহণ করেন।

গোয়ালন্দে অপহৃত ব্যক্তি উদ্ধার॥৩জন গ্রেফতার
রাজবাড়ী-২ আসনে আবুল হোসেনকে বিএনপির প্রার্থী ঘোষণা করলো নেতারা
পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
সর্বশেষ সংবাদ