ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১০-১০ ১৪:৫৫:০২

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২০২৩ এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গোয়ালন্দে দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ১০ই অক্টোবর সকাল থেকে গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে গোয়ালন্দ উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন ছাত্র ও ১২ জন ছাত্রী অংশগ্রহণ করে।

  বিকালে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় জেলা ক্রীড়া অফিসার(অঃ দাঃ) মোঃ শাহীন সুলতান রাজা, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি এবং দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ