ঢাকা বুধবার, জুলাই ২, ২০২৫
রাজবাড়ী রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
  • রফিকুল ইসলাম
  • ২০২৪-০২-১১ ১৪:০৯:৩৫

রাজবাড়ীর শহরের রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনে গতকাল ১১ই ফেব্রুয়ারী দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

 সকালে বিদ্যালয়ে মাঠে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু। 

 এ সময় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর আরবান আলী বক্তব্য রাখেন।

 অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডঃ গণেশ নারায়ণ চৌধুরী। 

 বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক চায়না সাহা সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। 

 আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতুসহ অতিথিবৃন্দ। 

 

রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দোয়া মাহফিল
জনকল্যাণমূলক কর্মকান্ডে প্রশংসিত কালুখালীর ইউএনও মহুয়া আফরোজ
 মুরাদনগরে গৃহবধূ ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজবাড়ীতে মহিলা পরিষদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ