ঢাকা রবিবার, জুলাই ১৩, ২০২৫
বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুদ্দিন-মহাসচিব মামুন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০৮ ২১:৪২:০০

বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এবং মহাসচিব পদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ মামুন অর রশিদ নির্বাচিত হয়েছেন।
 গত ৭ই ডিসেম্বর রাজধানীর তথ্য ভবনে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ওমর ফারুক দেওয়ান ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে প্রায় ৯৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 
 উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বিসিএস তথ্য-সাধারণ ক্যাডারের ১৮তম ব্যাচের এবং নবনির্বাচিত মহাসচিব মোঃ মামুন অর রশিদ ৩৬তম ব্যাচের কর্মকর্তা।

 

রাজবাড়ীতে দুই বছরের সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শামীম গ্রেপ্তার
স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা
সামাজিক ব্যবসা মাধ্যমে ‘একটি সুন্দর ও উন্নত বিশ্ব’ গড়ে তোলা সম্ভব: প্রধান উপদেষ্টা
সর্বশেষ সংবাদ