ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে বাড়ছে চোখ ওঠা রোগীর সংখ্যা ফার্মেসীগুলোরতে ড্রপের সংকট
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১০-১৪ ১৪:৩৭:২৬

রাজবাড়ীতে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগে ছেয়ে গেছে। শিশু থেকে বৃদ্ধ সবাই এতে আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় চাহিদা বেড়ে যাওয়ায় ফার্মেসীগুলোতে চোখের ড্রপের সংকট দেখা দিয়েছে। 

  সরেজমিনে জেলা-উপজেলার বিভিন্ন ফার্মেসী ঘুরে দেখা গেছে, অধিকাংশ ফার্মেসীতেই চোখের ড্রপ নেই। যেসব ফার্মেসীতে আছে তারাও কিছুটা বেশী দাম নিচ্ছে। একইভাবে কালো চশমার চাহিদাও বেড়ে গেছে। চশমার দোকানীর কালো চশমার দাম বাড়িয়ে দিয়েছে। 

  চোখ ওঠা রোগে আক্রান্ত রোগী শরিফুল ইসলাম বলেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ২টি চোখের ড্রপ কেনার জন্য গোয়ালন্দ মোড়ের বেশ কয়েকটি ফার্মেসীতে খোঁজ করেছি। একটি ড্রপ পেলেও অন্যটি পাইনি। কালো চশমাও কিনতে হয়েছে কিছুটা বেশী দামে। 

  বাবু শেখ নামে আরেক রোগী বলেন, আমার চোখ ওঠার পর রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন নিয়ে অনেক খুঁজে চোখের ড্রপ পেয়েছি। অধিকাংশ ফার্মেসীগুলোতেই চোখের ড্রপের সংকট রয়েছে।

  কয়েকজন ওষুধের দোকানীর সাথে চোখের ড্রপের বিষয়ে আলাপকালে তারা বলেন, ওষুধ কোম্পানীগুলো চাহিদা অনুযায়ী চোখের ড্রপ সরবরাহ করতে পারছে না।  যা সরবরাহ পাওয়া যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

  এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম বলেন, আসলে চোখ ওঠা রোগ সারতে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। ভাইরাসজনিত এই রোগ এমনিতেই ঠিক হয়ে যায়। তারপরও অ্যান্টিবায়োটিকের ড্রপের অনেক বেশী ব্যবহার হয় বলে এখন এর সংকট দেখা দিচ্ছে। এটি আসলে এক ধরনের হুজুগ। এতে আতংকিত হওয়ার কিছু নেই। এই রোগ প্রতিরোধে সচেতন থাকাটাই মূখ্য বিষয়। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ