ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-২৪ ১৭:০৬:৫১

বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৪শে মে ভোরে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের জামালপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি ও ধারালোসহ চাঁদাবাজ ও ডাকাত চক্রের ৫জন সদস্যকে গ্রেফতার করেছে।
 গ্রেফতারকৃতরা হলো- কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের জামালপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী মজনু গ্রুপের চাঁদাবাজ ও ডাকাত চক্রের সদস্য মোঃ মজিবুর রহমান(৬৭), সাজেদা বেগম(৫৩), আবু সায়েম(৩০), মোঃ সুলতান আলী মোল্লা(৩৭) ও জসিম মন্ডল (৩৪)।
 সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজবাড়ী সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল ২৪শে মে রাত আনুমানিক ৩টায় কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের জামালপুর গ্রামের মোঃ মজিবুর রহমানের বাসায় অভিযান চালিয়ে ০১টি ৯ মিঃ মিঃ পিস্তল(মেড ইন ইউএসএ), ১টি পিস্তলের ম্যাগাজিন, ১৫ রাউন্ড গোলাবারুদ, ৩টি ওয়ান শুটার বন্দুক, ১টি ব্যাটন, ২টি ছুরি, ১টি হকিস্টিক, ৩টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, ৩টি জাতীয় পরিচয়পত্র, ২টি চেক বই, ২টি মদের বোতল, ২টি এটিএম কার্ড, ৩টি পাসপোর্ট, ১টি লেজার পয়েন্টার এবং ১টি ড্রাইভিং লাইসেন্স জব্দ করাসহ উল্লেখিত ৫জনকে গ্রেফতার করে।
 গ্রেফতারকৃতরা সন্ত্রাসী মজনু গ্রুপের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে পাংশা ও কালুখালী উপজেলায় সংঘবদ্ধভাবে চাঁদাবাজী এবং ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা যায়।
 অভিযান শেষে গ্রেফতারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্নের জন্য কালুখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।
 কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালুখালী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-ক/১৯(ক)(চ) ধারায় মামলা নং-১৫, তাং-২৪/০৫/২০২৫ইং দায়ের করা হয়েছে।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ