রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু’র বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
তালা ভেঙ্গে চোর চক্র ঘরে ঢুকে নিচতলার কক্ষ থেকে মূল্যবান সামগ্রী লুট করে নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার খবর পেয়ে রাজবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গত ২২শে মে দিনগত রাতের কোনো এক সময় রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার এডঃ লিয়াকত আলী বাবুর চুরির ঘটনা ঘটে।
এডঃ লিয়াকত আলী বর্তমানে তার স্ত্রী’র কিডনি রোগের চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় অবস্থান করছেন। তার স্ত্রী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। স্ত্রীকে নিয়ে গত বুধবার ঢাকায় যান তিনি। তাদের দুই সন্তানও ঢাকায় অবস্থান করছে। ফলে বাসাটি সম্পূর্ণ ফাঁকা ছিল।
গতকাল ২৩শে মে সকালের দিকে বাসার দোতলায় নির্মাণ কাজ করতে আসা মিস্ত্রিরা তালা ভাঙ্গা অবস্থায় দরজা খোলা দেখতে পান এবং প্রতিবেশী শাকিলকে খবর দেন। তখন তারা দেখেন ঘরের বিছানা উল্টানো, আসবাবপত্র এলোমেলো এবং কাপড়চোপড় ছড়ানো। শাকিল তখন এডঃ লিয়াকত আলীকে মুঠো ফোনে বিষয়টি জানান।
এ প্রসঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন স্ট্যাটাস দেন এডঃ লিয়াকত আলী বাবু। তিনি লেখেন, দূর্ভাগ্য যখন হাতছানি দেয়!! আমি ঢাকার একটি হাসপাতালে আছি, এরই মধ্যে গত রাতে আমার বাসার তালা ভেঙ্গে সব কিছুই চুরি হয়ে গেছে। একেবারে লুটপাট হয়ে যাওয়ার মত ঘটনা ঘটে গেছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, চুরির ঘটনার সংবাদ পাওয়ার পর জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু’র বাসাতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ খবর লেখা চুরি হওয়া মালামালের বিবরণ জানা যায়নি।